বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো মহল যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।
শুক্রবার (২১ মার্চ) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র সংস্কারে নানা মত ও প্রস্তাব উঠে এসেছে, যার ভিত্তি বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনার মধ্য দিয়ে রচিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।” এছাড়া, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।