খবর বাংলা
,
ডেস্ক
আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। চার্জশিটের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগের ইনকিলাব মঞ্চে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি ও তাদের পেছনের মদদদাতাদের শনাক্তে সক্রিয়ভাবে কাজ করছে। চার্জশিট যেন নির্ভুল ও ত্রুটিমুক্ত হয়, সে জন্য তদন্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনোভাবেই এমন তথ্য প্রকাশ করা হবে না, যা অপরাধীদের সহায়তা করতে পারে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত কেউ দেশের বাইরে অবস্থান করলে তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনে ভারত সরকারের সহযোগিতা পাওয়া যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ডিবি পুলিশ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











