অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে মোংলা থেকে যৌথ বাহিনী আওয়ামী লীগের চার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দোনালা বিদেশি বন্দুক এবং ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই ডেবিল হান্টের অভিযান চলছে।
বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশ যৌথ ভাবে ডেভিল হান্ট পরিচালনা করে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে যৌথ বাহিনীর সদস্যরা একটি দোনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
মোংলায় ডেবিল হান্টের অভিযানে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২) এবং বিধান চন্দ্র রায় (৬৬)। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে ডেবিল হান্টের যৌথ অভিযানে আওয়ামী লীগের চার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হবে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার ডিআইও-১ কাজী শহিদুজ্জামান জানান, বাগেরহাটের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ ডেবিল হান্টের অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বাগেরহাট সদরে দুজন, ফকিরহাটে দুজন, মোল্লাহাটে একজন, কচুয়ায় দুজন, মোড়েলগঞ্জে তিনজন এবং মোংলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেবিল হান্টের অভিযানে এ পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।