ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে সোমবার (৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। বৈঠকে নিরাপদ অভিবাসন, মানবপাচার রোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
এ সময় অধ্যাপক ইউনূস বলেন, “অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি পাঠাতে প্রলুব্ধ করছে—এদের মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”