সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনসহ ১২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন: সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সিটিটিসির সাবেক এডিসি নাজমুল ইসলাম, শাওনের বাবা মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।
জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ নিশি ইসলাম আদালতে একটি মামলা করেন। অভিযোগে তিনি জানান, প্রতারণার মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন। মামলায় বলা হয়, আসামিরা তাকে গুলশানের বাসায় ডেকে মারধর ও ভয়ভীতি দেখান এবং ডিবি অফিসে নিয়ে গিয়েও নির্যাতন করেন।
এর আগে ২২ এপ্রিল আদালত মামলার ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুনানি শেষে আদালত আজ তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ১ জুলাই ধার্য করা হয়েছে।