অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, বিচার সংস্কার কমিশন এবং আর্থিক খাত সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রিটিশ আমলের সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) এর কিছু ধারা সংশোধন করে অনুমোদন দেওয়া হয়েছে, যাতে অডিটে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, এখন থেকে মামলার রায়ে এক্সিকিউশন অন্তর্ভুক্ত থাকবে, আলাদাভাবে জারি মোকদ্দমার প্রয়োজন হবে না। সমন জারি হবে টেলিফোন ও এসএমএসের মাধ্যমে।
ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষা পাবে। কর আদায় ও রাজস্ব প্রশাসন উন্নয়নে দুটি নতুন বিভাগ গঠন করা হচ্ছে বলেও তিনি জানান।
উপদেষ্টা জানান, কর্পোরেট ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং আমানতকারীদের সুরক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।