রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে ‘মব’ আখ্যা দিতে নারাজ দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, “আইএসপিআর বলছে আমাদের ওপর ‘মব’ হামলা হয়েছে। কিন্তু মব করেছে কারা? আমরা অফিসের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। এটিকে মব বলা যায় না। যদি মব হয়েই থাকে, তবে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য।”
তিনি আরও দাবি করেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে এবং ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণ-অভ্যুত্থানের ভূমিকা রয়েছে এই বাহিনীর। অথচ কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে।”