প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কো) মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. আল মালিক প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী প্রভাববিস্তারকারী উদ্যোগ বিশেষ করে ‘থ্রি জিরো তত্ত্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—এর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার্থী থাকা অবস্থাতেই গ্রামীণ ব্যাংক ও ইউনূসের উদ্ভাবনী ধারণা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
আইসেস্কোর মহাপরিচালক প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশ সফরে এসে তিনি বিভিন্ন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন এবং এসব উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
বৈঠকে ড. আল মালিক আইসেস্কোর শিক্ষা, যুব উন্নয়ন ও পরিবেশ বিষয়ক কৌশলগত পরিকল্পনায় প্রফেসর ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার অনুমতি চান। তার ভাষায়, “আপনার দৃষ্টিভঙ্গি আমাদের মিশনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।”
আইসেস্কোর চলমান কার্যক্রম নিয়ে তিনি জানান, সংস্থাটি সদস্য দেশগুলোকে খাদ্য অপচয় ব্যবস্থাপনা উন্নয়ন এবং সামাজিক ব্যবসা মডেলে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। ব্রুনেই, আলজেরিয়া ও নাইজেরিয়ায় এই উদ্যোগ সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিক্রিয়ায় প্রফেসর ইউনূস আইসেস্কোর শিক্ষা ও টেকসই উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক ব্যবসা সম্প্রসারণে যৌথ উদ্যোগের সম্ভাবনা ব্যক্ত করেন। বৈঠকে শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরার উপস্থিত ছিলেন।