হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে।” শুক্রবার (২১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, তার বিচার ছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে মেনে নেওয়া হবে না।”
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, “বাংলাদেশ থেকে মুজাহিদের দল গঠন করতে হবে। পাশাপাশি, ভারতের মুসলমানদের দমন-পীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান বজায় রাখতে হবে এবং পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি পুনর্বহাল করতে হবে।”