বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তিনি দলটির বিচারকার্য শেষ করে ডেথ সার্টিফিকেট দেওয়ারও দাবি জানিয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক বলেন, “আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না।”
এক অন্য স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল নয়, বরং “গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন” বলে অভিহিত করেন। একই সঙ্গে জাতীয় পার্টিকেও এই দায় থেকে মুক্তি দেওয়া উচিত নয় বলে মত দেন।