আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে তত্ত্বাবধানে পাসপোর্ট করে দেওয়া হয়। বিচার আর সংস্কারের কি ইন্টেরিম কিছুই হয়নি এখনো!”
এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সূত্র জানায়, রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ব্যাংককের উদ্দেশে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে পরিচিত কেউ ছিলেন না।
এমন প্রেক্ষাপটে দেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক প্রক্রিয়া এবং সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।