আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি উপলক্ষে সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রোববার ভোর ৪টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের জানানো হয়েছে, আজ (রোববার) যে ঘোষণা এসেছে, সেটির প্রজ্ঞাপন সোমবার জারি হবে। আমরা সেই প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব।”
তিনি আরও জানান, দলের তিনটি প্রধান দাবি ছিল—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচারের বিধান সংযুক্ত করা এবং ‘জুলাই ঘোষণাপত্র’ জারি। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে প্রথম দুটি দাবি পূরণ হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তিনি অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত সহিংসতার বিচার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাওয়া এখনো বিলম্বিত হচ্ছে। অনেক থানায় আহতদের মামলা গ্রহণ করা হচ্ছে না এবং বিভিন্ন স্থানে তথাকথিত “জুলাই যোদ্ধারা” হামলার শিকার হচ্ছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে স্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে, পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকর সংস্কার দাবি করছে।