জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে এর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের সব প্রচেষ্টা রুখতে হবে।”
এনসিপির দাবি, দলটির অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত।
এ দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছে। এনসিপি জানিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।