ঢাকা, ২০ মার্চ: বিএনপি আগামী রোববার (২৩ মার্চ) সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দেবে। বৃহস্পতিবার (২০ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
বৈঠকের পর তিনি বলেন, “যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে, সেগুলোর কাজ এগিয়ে যাবে। বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে।”
নির্বাচন এবং সংস্কার বিষয়ে দেশ ও দেশের বাইরে সবারই আগ্রহ রয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, “নির্বাচন ও সংস্কার ঘিরে প্রতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।”
তিনি আরও জানান, বৈঠকে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈদেশিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।