রাজধানীর আগাসাদেক রোডে অবস্থিত পাঁচটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে জব্দ করা হয় ১,৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং আটক করা হয় ১০ জন মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা প্রায় চার বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সালসা জাতীয় তরল মাদক সংগ্রহ করে তারা আগাসাদেক রোডের দোকানগুলোতে এনে বিক্রি করতেন। প্রতিদিন সন্ধ্যার পর এসব দোকানে জমে উঠত মাদক বিক্রির আড্ডা।
সেনাবাহিনী জানায়, এসব দোকানে মাদক গ্রহণে ব্যবহারের জন্য ব্লেন্ডার মেশিনও রাখা হয়েছিল, যাতে সালসা সহজে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়। অভিযানে ধরা পড়া অধিকাংশ মাদকসেবী ছিল অল্পবয়সী যুবক।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।