দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি সোনার দাম প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। এখন থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দর বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয় এবং আজ রবিবার (১৯ অক্টোবর)ও একই দাম বহাল আছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।
বর্তমান সোনার দাম (ভরিপ্রতি):
-
২২ ক্যারেট: ২,১৬,৩৩২ টাকা
-
২১ ক্যারেট: ২,০৬,৪৯৯ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭৭,০০১ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪৭,৩৫১ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, রুপার বাজারদর হলো—
-
২২ ক্যারেট: ৬,২০৫ টাকা
-
২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
-
১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা