রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করবেন। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠক আয়োজন করা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, বিকেল সোয়া ৫টায় এনসিপি এবং সন্ধ্যা ৬টায় জামায়াত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে আহ্বান জানান, নির্বাচনের আগে প্রশাসনের সকল রদবদল নিরপেক্ষভাবে করতে হবে এবং বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে যারা ছিলেন—তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, “জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে। নির্বাচন একটি মহা আয়োজন। যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা প্রয়োজন, আমরা তা করব।”