খবর বাংলা ডেস্ক :
দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এই কর্মসূচি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়।
এর আগে একই দিন সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এলপিজি ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হবে।
দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে সারাদেশে রান্না ও বাণিজ্যিক খাতে এলপিজি ব্যবহারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : যমুনা টিভি











