চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট ছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য সংক্ষিপ্ত কোড ১৬২২২-তে এসএমএস করতে হবে।
ফলাফল প্রকাশ উপলক্ষে আজ দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।