আজ ৯ অক্টোবর, শহীদ মীর মুগ্ধর জন্মদিন। একই দিনে জন্ম নেওয়া তাঁর ভাই মীর স্নিগ্ধ সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রয়াত ভাইকে স্মরণ করেছেন।
ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, “৯ অক্টোবর—এই দিনটিতেই আমি আর মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলাম। এই দিনটিতে আমি জন্ম ও মৃত্যুকে একসাথে দেখি।”
তিনি আরও লেখেন, “সবচেয়ে বেশি মনে পড়ে সেই দৃশ্য—যেদিন মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়েছিলাম। প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরও যখন তাকে দাফন করা হয়, তার মাথা থেকে বের হওয়া রক্তে কাফনের কাপড় লাল হয়ে গিয়েছিল।”
মীর স্নিগ্ধ জানান, গত এক বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। “শহীদ ভাইয়েরা ওপর থেকে আমাদের দেখছেন। তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তা পূরণে কতটা কাজ করেছি, সেই হিসাব আল্লাহ নেবেন।”
তিনি আরও বলেন, “আমি কখনো হারাম বা অবৈধ কিছু ছুঁয়ে দেখিনি। এই সততাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে স্নিগ্ধ লেখেন, “আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না—আমি বিশ্বাস করি, মৃত্যুর পর একবার হলেও মুগ্ধর সঙ্গে আমার দেখা হবে।”
তিনি শেষে লেখেন, “শুভ জন্মদিন দেশের সব মুগ্ধদের, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছে।”