আদালত অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তবে তাকে আদালতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান বলেন, “এটা কি কয়, এটাতো একটা অসভ্যদের দেশ, ইতরদের দেশ করছো।” তার সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন আইনজীবী।
গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের পক্ষ থেকে। এরপর ৩০ নভেম্বর তাকে সোমবার সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এরমধ্যে, গত বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।











