ঢাকা, ২০ মার্চ: হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেয়া হয়। এক-এগারোর সময় এই ঘটনায় বাদী হয়ে মামলা করেন দুদক। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ বিষয়ে তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারা আরও বলেন, মিথ্যা মামলায় হয়রানির জন্য দুদকের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন।
এই রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, জানালেন তার আইনজীবীরা। তারা বলেন, বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।