বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠিয়েছেন।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত মামলার শুনানি শেষে মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন,
“মমতাজ সংসদে দাঁড়িয়ে বিরোধীদের গায়ে অপবাদ দিয়েছেন। তার জামিন পেলে দেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মামলার তদন্ত ব্যাহত হবে।”
আদালতে মমতাজের জামিন আবেদন সম্পর্কে প্রশ্ন করার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে বিচারক তাকে থামিয়ে দেন এবং মামলার মূল বিষয় নিয়ে কথা বলার নির্দেশ দেন।
আইনজীবী আরও বলেন,
“মমতাজ মানুষের চরিত্রহানি করেছেন এবং বিরোধীদের বিরুদ্ধে জনমতের বিরূপ কাজ করেছেন। তাই জামিন না দেয়ার আবেদন করছি।”
আদালত মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত ও বিচার দ্রুত শেষ করার নির্দেশও দেয়া হয়েছে।