টাঙ্গাইল প্রতিনিধি : জমিজমা বিরোধের জের ধরে আপন ভাইয়ের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্যদের নিয়ে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে।
এসময় তারা ৫০ লাখ টাকার ক্ষতির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভূক্তভোগী কায়কোবাদ খান ওরফে রেদোয়ান।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ বাজার সংলগ্ন বসতবাড়ি ও মার্কেটে।
এ ঘটনায় ৯৯৯ কল করে ও থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন রেদোয়ান।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী রেদোয়ান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন বড় ভাই রেজানুর আলী খান ওরফে বাদল গত ১৪ মার্চ ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সর্বহারা দলের লিডার একাধিক মামলার আসামী আরিফ মিয়া, আসাদ ও ফারুকসহ প্রায় ৫০/৬০ জনের এক দল চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ রেদোয়ান মিয়ার তোরাপগঞ্জ বাজারের মার্কেটে হামলা চালায় এবং বাজার সংলগ্ন তার বসত বাড়িতেও হামলা চালিয়ে টিনসেট মার্কেট ও বাড়ি ভাংচুর করে এবং প্রায় দুই ঘন্টাব্যাপী লুটপাট চালায়।
এ সময় অসহায় রেদোয়ান ও তার স্ত্রীর আহাজারী করলেও কেউ সহযোগিতার হাত বাড়ায়নি।
এ সময় ৯৯৯ ফোন করলেও কোন সাড়া পায়নি রেদোয়ান।
পরে কাতুলী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনকে বিষয়টি জানালে তিনি এ ঘটনায় মর্মাহত প্রকাশ করে বলেন এ বিষয়ে আমার কিছু করার নেই।
এদিকে ঐ সন্ত্রাসী বাহিনী রেদোয়ান ও তার স্ত্রীকে হত্যা করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী রেদোয়ান ও তার পরিবার নিরাপত্তহীনতায় ভুগছেন।
তিনি এই চিহ্নিত সস্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি আব্দুস ছালাম মিয়া পিপিএম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা – অলক কুমার