টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের তিনটি আসনে খেলাফত মজলিসের তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—টাঙ্গাইল-৫ (সদর) আসনে হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মো. আবু তাহের এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মো. শহীদুল ইসলাম।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর ও ফরম পূরণ সংক্রান্ত ত্রুটির কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। টাঙ্গাইল-৫ আসনে ফরম-২১ এ স্বাক্ষর না থাকায়, টাঙ্গাইল-৭ আসনে হলফনামা ও ফরম-২০ ও ২১ এ স্বাক্ষরের ঘাটতির কারণে এবং টাঙ্গাইল-৮ আসনে ফরম-২০ ও ২১ পূরণ না করায় মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক।
পরবর্তীতে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে।











