সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাটি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে একটি কমিটি—এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, “দেশত্যাগে কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, “ইন্টারপোল ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
আন্দোলন প্রসঙ্গে জেনারেল জাহাঙ্গীর বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আন্দোলন এমন জায়গায় হওয়া উচিত, যাতে জনদুর্ভোগ না হয়।”