দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আমার দেশ পাঠক মেলার আযোজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক শিক্ষক, রাজনৈতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আমাদের দেশ পত্রিকার পাঠক মেলার সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল সানু, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, ব্যবসায়ী ঐক্য জোটের সাবেক সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান, দৈনিক দিনকাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শামসাদুল আক্তার শামীম, আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট এখনো বাংলাদেশ থেকে নিপাত হয়নি। ফ্যাসিস্টের প্রেতাত্মা মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। দ্রুত এ মামলা প্রত্যাহার না করলে বক্তারা জনগনকে সাথে নিয়ে রাজপথে নামার হুশিয়ারি দেন।
এসময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা আমার দেশ পাঠক মেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের।