দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপিকা মাহমুদা বেগম আমার দেশ পাবলিকেশন্স-এর ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দেশ সম্পাদক আমাদের প্রিয় ভাই মাহমুদুর রহমানের মমতাময়ী মা আজ ভোরে ইন্তেকাল করেছেন। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি।’