ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলে ভূঞাপুরে আ’লীগের নেতা কৃষক দলের সভাপতি প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় দলের অন্যান্য নেতাকর্মীদের প্রতিবাদের মুখে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এতে আরিফুল ইসলাম নামে একজন আহত হয়েছে বলে জানিয়েছে নেতাকর্মীরা।
অপরদিকে ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন ও সভাপতির পদকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও একটি পক্ষ জানিয়েছে।
আহত আব্দুল আলীম উপজেলার ফলদা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ও মাইজবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে।
কৃষক দলের সভাপতি প্রার্থী ও বিএনপির কর্মী আরিফুল ইসলাম এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় আরিফুলের বাড়িতে হামলাও ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত আরিফুল ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আব্দুল আলীম জানান, মঙ্গলবার বিকেলে ওয়ার্ড কৃষকদলের কমিটি হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
কমিটি ও সভাপতির পদ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। কমিটি নিয়ে সকালে স্থানীয়দের সাথে কথা বলি।
এসময় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়, যারা আওয়ামী লীগের দালালি করেছে সে সব সুবিধাবাদীদের যাতে কোনভাবেই দলের কোন পদে না রাখা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড কৃষকদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম তার লোকজন নিয়ে এসে আমার উপর হামলা করে।
হামলায় আহত হওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার পর আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ঘটনা ও নেতৃবৃন্দের বক্তব্য –
ফলদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসহাক সরকার জানান, কৃষক দলের সভাপতি প্রার্থী আরিফুল আওয়ামী লীগ করতো। বর্তমানে সে কৃষক দলের সভাপতির পদ চায়।
অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, বিকেলে কমিটি গঠন হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় নেতাকর্মীরা আমাকে কৃষক দলের সভাপতি পদে সম্মতি দিয়েছিল, কিন্তু আব্দুল আলীম সেটা চায় না।
পরে আলীম আমার সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বাড়ি ঘর ভেঙে এলাকা থেকে বিতারিত করার কথা বলেন।
একপর্যায়ে আলীম মোটরসাইকেল থেকে নেমে আমার উপর হামলা করে। আমিও হাতে থাকা মোবাইল দিয়ে বাড়ি দেই।
এ সময় আলীমের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গেট, দরজা ভাঙচুর ও স্ত্রীকে মারধর করেছে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাজিমুল ইসলাম জানান, দুইপক্ষ নিয়ে সমাধান করা হবে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি। কমিটি গঠনের তারিখ পিছানো হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের বক্তব্য –
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনায় দুইপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।