নাগরপুর সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার (০৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এবং সাধারণ সম্পাদক মো. কুদরত আলী।
এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমাবেত হয়।
আরও পড়ুন – দেলদুয়ারে আ’লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুবলীগের হামলা
নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ‘তারেক শামস্ খান হিমু’র উপস্থিতিতে এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে ঈদ পরবর্তী পুনর্মিলনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্যের বাহামভুক্ত এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তার সঙ্গীরা সেই সভায় সন্ত্রাসী হামলা চালায়।
সেই হামলায় নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন আহত হয়।
এসময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ সমাবেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছে হামলাকারীরা।
তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।
বক্তব্য রাখেন যারা –
এসময় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলদার আহমেদ সুভন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা বেগম, নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিজুল হক, আব্দুল আলিম, সামেজ মিয়া, শহীদুল হক কিরণ, আতিকুর রহমান নিল্টু প্রমুখ।
এসময় দপ্তিয়র ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হাশেম মিয়া, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুল আলম সরকার, সহবতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. উজ্জল সরকার, নাগরপুর উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদা ইয়াসমিন শিউলি, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জজ কামাল, যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুন, আ’লীগ নেতা আবুল কাশেম, শফিউল আলম সিজার, ধুবড়িয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সেন্টু সহ অন্যান্য সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাক্রম –
শুক্রবার (০৭ জুলাই) বিকালে দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু।
অনুষ্ঠানে নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন শুভেচ্ছা বক্তব্য দেন।
তার বক্তব্যের এক পর্যায়ে এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় সাংসদের সমর্থক আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালায়।
এই হামলায় সৈয়দ নাজমুল হক তপন আহত হন।