ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্রসহ শামিম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
পুলিশ জানায়, মুন্না শেখের (২৫) বাড়ি নড়াইল সদর উপজেলার বল্লারটোপ গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পুরোনো পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি, লোহার দা, দ্বিমুখী ভাইকিং কুড়াল, দুটি ছুরি, একটি মোটরসাইকেলের পুরোনো চেইন ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির জানান, মুন্নার বিরুদ্ধে আশুলিয়া ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ ঘটনায় পলাতক স্বপন (৩৪), বাবু ওরফে কালা বাবু (৩৫) ও জুনায়েদ হোসেন ওরফে জুনুকে (২২) গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
অন্যদিকে রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলির ঘটনায় রিমান্ডে থাকা শীর্ষ সন্ত্রাসী বাপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।