সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার আলী (৫২) নামের এক তাঁতীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইল থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আনোয়ারকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আনোয়ার আলী আশুলিয়া থানা তাঁতীলীগের উপদপ্তর সম্পাদক এবং গাজীরচট বুড়ির বাজার এলাকার বাসিন্দা। তিনি সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।