ঢাকার সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রবিবার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত শেষ হয়েছে। এটি প্রথম মামলার তদন্ত যা সম্পন্ন হয়েছে।
মামলার ব্যাপারে তাজুল ইসলাম বলেন, ১১ সেপ্টেম্বর থানার সামনে মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয়েছিল। দুটি অভিযোগ একসাথে থাকা কারণে একটি মামলা করা হয়।
এ মামলায় ২৪ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাইফুল ইসলাম পলাতক থাকলেও, গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এ এফ এম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে।
এছাড়া, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির পর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।