আসন্ন বর্ষা মৌসুমে মশার উপদ্রব ও ডেঙ্গুর প্রকোপ কমাতে নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
শনিবার (১০ মে) সকালে রাজধানীর লালবাগ কেল্লা এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। প্রায় পাঁচ শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
সচিব বলেন, “মশক নিধনে কেবল সিটি করপোরেশনের ওপর নির্ভর করলেই হবে না, নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব এড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, জুন মাস থেকে ২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এতে মশার প্রজননস্থল চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হবে।