সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণ অধিকার পরিষদে যোগ দিতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান।
এদিকে আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আসিফকে রাজনৈতিক অঙ্গনে ফেরার আগ্রহ প্রকাশ করায় স্বাগত জানান।
নুর তার পোস্টে লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়। ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকেই সে গড়ে উঠেছে। রাজপথে আমার সংগ্রামের সারথি ছিল।”
তিনি আরও উল্লেখ করেন যে, আসিফ আগাম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে দ্রুতই সিদ্ধান্ত নিতে পারেন।
নুর বলেন, “দায়িত্বে থাকলে অভিযোগ ওঠা স্বাভাবিক। বয়সের অনভিজ্ঞতায় হয়তো কিছু ভুলও হয়েছে। তবে সংগ্রামে তার অবদান অনেক বেশি মূল্যবান। তাই তাকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই।”











