ঢাকা, ২০ মার্চ: ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রের মালিকানা নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যাতে আর কোনো ধরনের হামলা না করতে পারে, সেজন্য এই প্রস্তাব তিনি দিয়েছেন।
বুধবার (১৯ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ঘণ্টাব্যাপী ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের বিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালিকানা গ্রহণের প্রস্তাব তুলে ধরেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মালিকানায় এসব কেন্দ্র থাকলে সেগুলো সবচেয়ে ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, এই ফোনালাপ ছিল ‘খুব ভালো’। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ এবং ইউটিলিটি দক্ষতা ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো যথাযথভাবে পরিচালনা করতে সহায়তা করবে।
এছাড়া, ট্রাম্প ইউক্রেনের প্রতি তার সামরিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন যে, ‘ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত থাকবে।’
এটি কার্যকর হলে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো নিয়ন্ত্রণে নেয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, এবং আমেরিকান কোম্পানিগুলো এই বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মাণ ও পরিচালনার মাধ্যমে লাভবান হতে পারে।