ইতালিতে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর পরিকল্পনা এবার আইনি কাঠামোর আওতায় কার্যকর হতে যাচ্ছে। দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে বিতর্কিত ‘আলবেনিয়া ডিক্রি’ পাশ হওয়ায় এই সিদ্ধান্ত এখন আইনে পরিণত হয়েছে। এর ফলে বাংলাদেশিসহ নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত ২৩টি দেশের অভিবাসীদের জন্য নতুন সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা।
স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটে ১৪৭ জন সংসদ সদস্যের মধ্যে ৯০ জন পক্ষে, ৫৬ জন বিপক্ষে ভোট দেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার আগেই জানিয়েছিল, আলবেনিয়ায় নির্মিত অভিবাসী কেন্দ্রগুলোতে অবৈধ অভিবাসীদের পাঠানো হবে। সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে। আবেদন গৃহীত হলে পুনরায় ইতালিতে প্রবেশের সুযোগ মিলবে, অন্যথায় নিজ দেশে ফেরত পাঠানো হবে।
নতুন আইনে অভিবাসীদের আটকে না রেখে তাদের চলাচলের স্বাধীনতা থাকবে, তবে সবাইকে ইলেকট্রনিক ট্র্যাকার ডিভাইস পরতে হবে। যারা ইতোমধ্যে আবেদন প্রত্যাখ্যাত, অথবা যাদের মামলা বা নিরাপত্তা হুমকি রয়েছে, তারাও এই আইনের আওতায় আলবেনিয়ায় স্থানান্তরিত হতে পারেন।
এর আগে রোমের আদালতসহ একাধিক আদালত এ ধরনের প্রস্তাব ইউরোপীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছিল। তবে এবারকার আইনে ‘আটক কেন্দ্র’ ধারণা বাদ দিয়ে কেন্দ্রগুলোকে ‘ডিপোর্ট সেন্টার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইতালি সরকার আলবেনিয়ায় নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে দুটি টহল নৌকা উপহার দিয়েছে এবং অভিবাসী কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে।