কখনও কি পাহাড়ের ওপর রিসোর্টের মত একটি বাড়ির স্বপ্ন দেখেছেন, যার চারপাশ ঘিরে থাকবে আঙুর ক্ষেত, পাশে থাকবে পাহাড়ি ঝর্ণা? তাও আবার ইতালির মত সুন্দরতায় ঘেরা একটি দেশে। আবার উপরি পাওনা হিসেবে থাকবে ১ লাখ ইউরো। কী স্বপ্ন মনে হচ্ছে তো! হলেও কিছু করার নেই। এটাই সত্য।
শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।
উত্তর ইতালির স্বায়ত্তশাসিত প্রদেশ ট্রেন্টো, ইতালির বাসিন্দা ও প্রবাসী নাগরিকদের অঞ্চলটির পরিত্যক্ত বাড়ি সংস্কার করে থাকার জন্য অর্থ দেবে। যার পরিমাণ হবে ১ লাখ ইউরো। এর মধ্যে সংস্কারের জন্য ৮০ হাজার ও সম্পত্তি কেনার জন্য ২০ হাজার ইউরো।
কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তা হল, চুক্তিতে আসা ব্যক্তিকে সেখানে কমপক্ষে ১০ বছর থাকতে হবে। আর থাকতে না পারলে নির্ধারিত সময়ের জন্য ভাড়া দিতে হবে। যদি দুটির একটিও করতে না পারে, তাহলে অনুদানের সম্পূর্ণ অর্থই ফেরত দিতে হবে।
এই প্রকল্পের জন্য বিবেচনা করা হয়েছে দেশটির ৩৩টি শহর। যা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু কী এমন কারণ যে, ইতালির মত একটি দেশে থাকার জন্য অর্থ দেয়া হচ্ছে? প্রতিবেদনের তথ্যমতে, এলাকাগুলো প্রায় বিলুপ্তির পথে। এখানে জনবসতির চেয়ে খালি ও পরিত্যক্ত বাড়ির সংখ্যা বেশি। শহরগুলোতে বয়স্ক মানুষ বেশি থাকায় স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, পেট্রোল পাম্প, হাসপাতালের মত সুযোগ-সুবিধার অভাবও আছে অঞ্চলগুলোতে।
তবে কোনো ধনকুবের এসে যেন পুরো গ্রামটি কিনতে না পারে সে ব্যবস্থাও রেখেছে ইতালি সরকার।