ইতালিতে বৈধভাবে যেতে অপেক্ষমাণ প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মীর ভাগ্য নির্ধারিত হতে পারে আজ। এই প্রেক্ষাপটে দুই দিনের সফরে রবিবার ঢাকায় পৌঁছেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। সফরে বৈধ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।
এই চুক্তির আওতায় ধাপে ধাপে লক্ষাধিক বাংলাদেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি সই হবে।
ভিসা পেতে বিলম্বের পেছনে ভুয়া নথিপত্র ও দালালচক্রের ভূমিকার কথা জানিয়েছে ইতালি ও ভিসা প্রক্রিয়ায় জড়িত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ই-মেইল ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হচ্ছে আবেদনকারীদের।
আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে বসবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হবে।
প্রবাসী বিশেষজ্ঞরা আশা করছেন, এই সফরের মাধ্যমে ইতালিতে বৈধ অভিবাসনের নতুন সুযোগ উন্মুক্ত হবে বাংলাদেশিদের জন্য।