যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। টানা পাঁচদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
রাজধানী সানা ও হোদেইদা প্রদেশসহ হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রাতভর বোমাবর্ষণ করা হয়। মূল লক্ষ্য ছিল হুতি নেতাদের ঘাঁটি। অন্তত পাঁচ দফায় এই বিমান হামলা চালানো হয়েছে।
হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি থাকায় এসব অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি বিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। একদিনেই ১৭০ দফায় বিমান হামলা চালানো হয়। ট্রাম্প জানিয়েছেন, ইরান সমর্থিত এই গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান।