ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, শপথ নিতে না পারায় ইশরাক ও তার সহযোগীরা এখন মিথ্যাচারে লিপ্ত।
আসিফ মাহমুদ লিখেছেন, “কোর্টের জটিলতা ও সরকারি সিদ্ধান্তের কারণে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাক ও কায়কোবাদ একটি প্রচারমাধ্যম ব্যবহার করে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন। তারা এমন এক হত্যা মামলার আসামিকে সামনে এনে ভিকটিম বানাচ্ছেন, যা সত্যি হতাশাজনক।”
তিনি আরও জানান, মুরাদনগরের তিন খুনের ঘটনায় অভিযুক্ত কায়কোবাদ পরিবারের সদস্য শাহ জুন্নুন বুশরী ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করেছিলেন। অথচ এখন তাকে ভিকটিম বানিয়ে তার (আসিফ মাহমুদের) বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
ফেসবুক পোস্টে আসিফ আরও বলেন, “গত তিন মাস আমি বা আমার পরিবার মুরাদনগরে যাইনি। ভিকটিমও প্রথম দিকে আমার নাম নেয়নি। এখন কায়কোবাদ সাহেবের লোকজন তাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।”
নিজেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান দাবি করে তিনি লেখেন, “না আছে অর্থনৈতিক শক্তি, না আছে প্রভাবশালী ব্যাকআপ। আমি মানুষের জন্য কাজ করতে চেয়েছি, অথচ এখন আমাকে অপপ্রচারের শিকার হতে হচ্ছে।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কারণে কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।”