বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় কমিশন। মামলার তদন্তের সময় তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক লেনদেন ও অর্থনৈতিক উৎস খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক।
বিসিবির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকালে মল্লিকের বিরুদ্ধে ক্লাব বাণিজ্য ও বোর্ডে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ বহুবার উঠে আসে। ক্রিকেট প্রশাসনে তার বিতর্কিত ভূমিকাও বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এদিকে, দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে সম্প্রতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৮০০ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের এই পদক্ষেপকে দেশের ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।