ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে ইসরায়েলি হামলায় আট শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
রবিবার (১১ মে) গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে ড্রোন হামলায় দুইজন নিহত ও কয়েকজন আহত হন। এরপর পৃথক আরেক হামলায় আরও একজনের মৃত্যু হয়।
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় বাবা ও ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় এক শিশু ও কাছাকাছি অপর এক হামলায় এক যুবক নিহত হন। গাজা সিটির গোলাবর্ষণেও এক শিশু প্রাণ হারায়। একইসঙ্গে এক কিশোরীসহ আরও পাঁচজন নিহত হন অপর এক হামলায়।
উল্লেখ্য, গাজায় চলমান হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।