ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার বলেন, “ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে শত শত নারী-শিশুকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারকে রেড ক্রিসেন্টের মাধ্যমে ফিলিস্তিনে চিকিৎসা ও খাদ্য সহায়তা পাঠাতে হবে এবং প্রয়োজনে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনসহ অন্যান্য নেতারা।