ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।
এর আগে চলতি মাসের ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন।
আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সাবেক সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। জানা গেছে, তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।
ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন দেশের আর্থিক খাতে বড় ধরনের বার্তা দিচ্ছে।