চাঁদপুরে বেসরকারি তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন চাঁদপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, একটি ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি মেশিন যিনি চালান, তিনি মাত্র সপ্তম শ্রেণি পাস একজন নারী। ওই নারী স্বীকার করেন, তার প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান বা শিক্ষা নেই।
অথচ ইসিজি মেশিন পরিচালনা করছেন তিনি।
তিনি আরো জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের গ্রিন ডায়াগনস্টিক সেন্টার, নিউ ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক অনিয়ম এবং অদক্ষ কর্মী দিয়ে যন্ত্রাংশ পরিচালনার চিত্র ধরা পড়ে। এতে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ তাদের দায় স্বীকার করেন ভ্রাম্যমাণ আদালতের কাছে।
পরে গ্রিন ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা, নিউ ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং নিউ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা মিলিয়ে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোনো অনিয়ম বা অসংগতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।