ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি শুনানিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনে। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত শুনানির সময় রুমিন ফারহানা অনুসারী ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ইসি কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
আজকের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নিয়ে পক্ষ ও বিপক্ষের যুক্তি শোনেন কমিশন। ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, খসড়ার বিপক্ষে থাকা ব্যক্তিরা বলেন, বিজয়নগর উপজেলা থেকে বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা অযৌক্তিক। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান।