বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো দাবি বা আপত্তি না এলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।”
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত করা হয়। সেই তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এছাড়া, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে পূর্বে নিবন্ধনের সুপারিশ করা হলেও প্রতীক জটিলতা ও কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠায় পুনরায় তদন্ত করা হয়। সর্বশেষ পর্যালোচনায় কমিশন তিনটি নতুন দলকে নিবন্ধন দিতে সম্মত হয়।
আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। পাশাপাশি প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণপত্র দাখিল করতে হয়।
			
    	
		    
                                
                                





							



