নির্বাচন কমিশন (ইসি) চায় ভোট প্রক্রিয়া আয়নার মতো স্বচ্ছ হোক এবং নির্বাচনে কোনো লুকোছাপা না হয়। সোমবার (৬ অক্টোবর) সকালেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ কথা জানান।
তিনি বলেন, কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। “গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে,” বলেন সিইসি।
এছাড়া তিনি জানান, প্রবাসী এবং সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনা হবে। “সকলের সহযোগিতায় স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই,” বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এদিকে, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর কমিশন জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কমিশন বাস্তবায়ন করবে।
এর আগে, ২৮ সেপ্টেম্বর ভোট সংলাপ শুরু হয়। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবি ও শিক্ষাবিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হলেও, সুশীল সমাজের অর্ধেকেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন না।