আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রেস রিলিজের মাধ্যমে বাস, ট্রেন ও নৌপথের যাত্রী এবং মালিকপক্ষকে এসব পরামর্শ দেওয়া হয়।
যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি চালকদের দ্রুত গাড়ি চালাতে উৎসাহিত না করার অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে, ট্রাক বা পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।
বাস মালিকদের অদক্ষ বা ক্লান্ত চালক দিয়ে গাড়ি না চালানোর অনুরোধ জানানো হয়। চালকদের ওভারস্পিড, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে এবং সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌপথে অতিরিক্ত যাত্রী না নেওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ না করা এবং স্পিডবোটে লাইফ জ্যাকেট পরিধানের পরামর্শ দেওয়া হয়। লঞ্চ মালিকদের নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।
ট্রেন যাত্রীদের ছাদে বা ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ না করার পাশাপাশি বিনা টিকেটে যাত্রা না করার অনুরোধ জানানো হয়।
সতর্কতা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পুলিশের নিয়ন্ত্রক সংস্থার হটলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, যেখানে যোগাযোগ করে সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।